জগন্নাথের মাসির বাড়িতে বকরি ঈদে’র নমাজ! সম্প্রীতির ছবি দুর্গাপুরে

জগন্নাথের মাসির বাড়িতে বকরি ঈদে’র নমাজ! সম্প্রীতির ছবি দুর্গাপুরে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

সনাতন গরাই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জগন্নাথের মাসির বাড়িতে বকরি-ঈদে’র নমাজ! সম্প্রীতির ছবি পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে। ডিএসপি টাউনশিপের আকবর ময়দানে কয়েকদিন ধরে চলছে ইসকনের রথের মেলার প্রস্তুতি, জগন্নাথের মাসির বাড়ি। সেই মাঠেই শনিবার সকালে ঈদের বিশেষ নমাজ পড়তে এলেন কাতারে কাতারে মুসলিম সম্প্রদায়ের মানুষজন। বাঁশের কাঠামোয় ত্রিপল টেনে নমাজ পড়ার ব্যবস্থা করে দিলেন ইসকন কর্তৃপক্ষ। শনিবারের সকালে নমাজ শেষে কোলাকুলিতে মেতে উঠলেন রথযাত্রা ও ঈদুজ্জোহার আয়োজকেরা।

আগামী ২৭ জুন রথযাত্রা। গত তিন বছর ধরে দুর্গাপুরের ইসকনের রথের মেলা বসে আকবর রোড ময়দানে। সপ্তাহভর চলে ধর্মীয় আচার, অনুষ্ঠান। সেজন্য বাঁশের কাঠামো বেঁধে প্যান্ডেল তৈরির কাজ চলছে। আকবর রোডের ঈদগা কমিটি বরাবরই ঈদ, বকরি-ঈদের নমাজ পাঠের আয়োজন করে থাকে ওই মাঠেই। ইসকনের রথযাত্রার প্রস্তুতি তাতে বাধা হয়ে তো দাঁড়ায়নি, উল্টে ইসকন কর্তৃপক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

দুর্গাপুর ইসকনের প্রধান সেবায়েত ঔদার্য্য চন্দ্র দাস জানান, আকাশে মেঘ দেখে তাঁরা অতিরিক্ত ত্রিপলের ব্যবস্থা করেন। মাটিতে বিছিয়ে দেওয়া হয় চাদর, সতরঞ্চি। আকবর রোড ঈদগা কমিটির পক্ষে হারুন আল রসিদ বলেন, “আজ ঈদের অনুষ্ঠান সুন্দরভাবে হয়েছে। দুর্গাপুরের ইসকন কর্তৃপক্ষ নমাজ পাঠের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন। মাথায় ছাউনির ব্যবস্থা করেছেন। সকালে বৃষ্টি হয়েছিল। কিন্তু এই আয়োজনের জন্য নমাজ পড়তে কোনও সমস্যা হয়নি।” এভাবেই রথ উৎসবেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান তিনি।

ইসকন দুর্গাপুরের প্রধান সেবায়েত ঔদার্য্য চন্দ্র দাস বলেন, “জগতের নাথ জগন্নাথ সবার। আমরা বিশ্বাস করি-জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জীবনে মিলেমিশে একাকার হয়ে থাকায়। বকরি ঈদের নমাজ পড়ার জন্য এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজন আমাকে জানান। আমরা সঙ্গে সঙ্গে বাঁশের কাঠামো তৈরি করে ত্রিপল টাঙিয়ে সুন্দর ভাবে সাজিয়ে দিই জায়গাটি। আজ সকালে বৃষ্টি হয়েছিল। কিন্তু ওই প্যান্ডেলের নিচে নমাজ পড়তে কোনও অসুবিধা হয়নি ওঁদের। এভাবেই সকলে মিলেমিশে থাকতে চাই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
জগন্নাথের মাসির বাড়িতে বকরি ঈদে'র নমাজ! সম্প্রীতির ছবি দুর্গাপুরে
News
জগন্নাথের মাসির বাড়িতে বকরি ঈদে'র নমাজ! সম্প্রীতির ছবি দুর্গাপুরে
:
দুর্গাপুরের ইসকন কর্তৃপক্ষ নমাজ পাঠের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন। মাথায় ছাউনির ব্যবস্থা করেছেন। সকালে বৃষ্টি হয়েছিল। কিন্তু এই আয়োজনের জন্য নমাজ পড়তে কোনও সমস্যা হয়নি।
Published By
Publisher
Durgapur Darpan
Publisher Logo
error: Content is protected !!