ভোটকেন্দ্রের পাশের জঙ্গলে ব্যালট পেপার উদ্ধার

দুর্গাপুর দর্পণ, নদিয়া, ১৭ জুলাই ২০২৩: সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটের (Panchyat Election 2023) ব্যালট পাওয়া গেল জঙ্গলে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গিয়েছে, নদিয়ার (Nadia) রানাঘাট ২ নম্বর ব্লকের ধানতলা থানার নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের ব্যালট সেগুলি। বিজেপির অভিযোগ, ওই ব্যালট পেপার গুলিতে তাদের প্রার্থীকে ভোট দেওয়া হয়েছিল।
স্কুলের পাশের জঙ্গলে পড়ে থাকতে দেখা গিয়েছে ব্যালট পেপারগুলিকে। প্রশাসনের দিকে অভিযোগের তির ছুড়ছে বিজেপি। আজ সকালে বিজেপির বেশ কয়েকজন কর্মী দেখতে পান ব্যালটগুলি। খবর দেওয়া হয় ধানতলা থানায়। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের দিন তৃণমূল ছাপ্পা মেরেছে। পরে বিজেপির ব্যালট ফেলে দিয়েছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে।
যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, খবর পেয়ে তাঁরা গিয়ে দেখে এসেছেন ব্যালট পেপারগুলি। তবে সেগুলি আদৌ ওই ভোটকেন্দ্রের নাকি অন্য জায়গা থেকে এনে ব্যালট পেপারগুলি এখানে ফেলা হচ্ছে তা নিয়ে সংশয় রয়েছে। প্রশাসনকে ঘটনার তদন্তের আর্জি জানিয়েছে তৃণমূল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।