ফের নদিয়ায় ব্যালট উদ্ধার, দু’দিনে দু’বার, ক্ষুব্ধ বিজেপি-সিপিএম

দুর্গাপুর দর্পণ, কৃষ্ণগঞ্জ, ১৮ জুলাই ২০২৩: ফের নদিয়ায় (Nadia) ব্যালট পেপার উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নদীর ধার থেকে মিলল বিজেপি এবং সিপিএমের ছাপ দেওয়া বৈধ ব্যালট পেপার। কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাথাভাঙ্গা নদী সংলগ্ন এলাকার ঘটনা। পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election) ফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যালট পেপার উদ্ধারের ঘটনা সামনে এসেছে।
একদিন আগেই নদিয়ার রানাঘাট ২ নম্বর ব্লক এলাকায় বিজেপির ছাপ দেওয়া ব্যালট পেপার উদ্ধার হয়েছিল। এবার পাওয়া গেল বিজেপি এবং সিপিএমের ছাপ দেওয়া ব্যালট পেপার। ওই এলাকার এক বাসিন্দা ব্যালট পেপারগুলি দেখতে পান। খবর জানাজানি হতেই এলাকার লোকজন ভিড় জমান। তাঁরা দেখেন, অধিকাংশ ব্যালটে বিজেপির পক্ষে ছাপ দেওয়া রয়েছে। কিছু ব্যালটে সিপিএমের ছাপ রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল আসেন বিজেপি নেতৃত্ব। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ব্যালট পেপারগুলি উদ্ধার করে নিয়ে যায়। কৃষ্ণগঞ্জ ব্লক বিজেপি কনভেনার পরিতোষ বিশ্বাস বলেন, কৃষ্ণগঞ্জ ব্লকের যে সাতটি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সাতটিতেই বিজেপির জয়লাভ করার কথা ছিল। পঞ্চায়েত সমিতিও আমাদের দখলে থাকার কথা ছিল। কিন্তু এই বৈধ ব্যালট নদীর ধার থেকে উদ্ধারের ঘটনায় পরিষ্কার যে তৃণমূলের গুন্ডাবাহিনী ব্যালট পেপার ছিনতাই করেছে।’’ ব্যালট ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।