দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নৃশংস ঘটনার প্রতিবাদে শুক্রবার ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে এসইউসিআই। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের পুরনিগম মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এসইউসিআই কর্মীরা। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ রাস্তা। খবর পেয়ে পুলিশ যায় অবরোধ তুলতে। শুরু হয় বচসা। এসইউসিআই নেত্রী সুচেতা কুন্ডু বলেন, যতদিন না পর্যন্ত এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করে শাস্তি না দেওয়া হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।