দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৫ আগস্ট ২০২৪: ফের সেনা শাসনে বাংলাদেশ। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের সময় বেঁধে দেয় সেনাবাহিনী। হাসিনা পদত্যাগ করার পরে দেশের রাশ হাতে নেয় সেনাবাহিনী। উন্মত্ত জনতাকে শান্তি বজায় রাখার আর্জি জানিয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানান, সব হত্যার বিচার হবে। একই সঙ্গে জানিয়ে দেন, দেশ চালাতে অন্তর্বর্তী সরকার গড়া হবে। ইতিমধ্যেই সে দেশের বিএনপি, জাতীয় পার্টি ও জামাত-ই-ইসলামির সঙ্গে বৈঠক করেছে সেনা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বাংলাদেশ জুড়ে চলছে কারফিউ। তবু রাজপথে নেমেছে কাতারে-কাতারে মানুষ। গণভবনে ভাঙচুর শুরু হয়েছে। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে বিমানবাহিনীর একটি বিমান ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। বলা হচ্ছে, সেটি দিল্লির দিকে এগোচ্ছে। কিন্তু বিমানটি কোথায় অবতরণ করবে, তা নিয়ে নিশ্চিত কেউ কিছু বলতে পারছেন না। বিমানটি লন্ডনেও চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
এ কোন বাংলাদেশ
🚨House of Bangladesh former PM Sheikh Hasina invaded by rioters
– She was forced to resign by Bangladesh Army Chief & has fled Dhaka#Bangladesh#BangladeshViolence #SheikhHasina pic.twitter.com/9RKwqCo1dR
— Kreately.in (@KreatelyMedia) August 5, 2024
(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#Bangladesh #Seikh Hasina