September 26, 2023

দুর্গাপুরের কাদা রোডে উদ্ধার হল বাংলাদেশের নাবালিকা, দালাল চক্রের খোঁজ করছে পুলিশ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ আগস্ট ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের নিষিদ্ধ পল্লি কাদা রোড থেকে উদ্ধার হল বাংলাদেশের নাবালিকা। তাকে পাচারের অভিযোগে পুলিশ আপাতত একজনকে আটক করেছে বলে জানা গিয়েছে। ওই কিশোরীকে কাদা রোড এলাকায় দেখে সন্দেহ হয় যৌনকর্মীদের সংগঠন দুর্বারের সদস্যদের। খবর দেওয়া হয় থানায়।

পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তার সঙ্গে কোনও কোনও পরিচয়পত্র বা নথি পাওয়া যায়নি। সম্ভবত বাংলাদেশ থেকে তাকে এখানে পাচার করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা। দুর্বারের সম্পাদিকা জানিয়েছেন, নাবালিকাদের পাচার করার একটা চক্র রয়েছে। এই দালালদের কঠিন শাস্তি চাই।

কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) তথাগত পান্ডে জানান, পুলিশ নাবালিকাকে উদ্ধার করেছে। তাকে আদালতে তোলা হবে।  তিনি বলেন, ‘‘তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা এর সঙ্গে জড়িত, কী তাদের উদ্দেশ্য ছিল। একটি চক্র রয়েছে। সেই চক্রের খোঁজ করছে পুলিশ।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: