দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ জুলাই ২০২৪: ব্যাঙ্ক জাতীয়করণের ৫৬ বছর পূর্তি ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রক্ষা করার আবেদন নিয়ে দুর্গাপুর ব্যাঙ্ক কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে রবিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় পিএনবি নাচন রোড শাখা, সিটি সেন্টার শাখায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মোট ৪১ জন রক্তদান করেন। এর মধ্যে মিশন হাসপাতাল ২৬ ইউনিট রক্ত সংগ্রহ করে। শিবিরে উপস্থিত ছিলেন ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন ওয়েস্ট বেঙ্গল-এর সম্পাদক জয়দেব দাশগুপ্ত, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সাধারণ সম্পাদক কবি ঘোষ প্রমুখ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।