এবার ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা পুরুলিয়ায়

দুর্গাপুর দর্পণ, পুরুলিয়া, ৩ সেপ্টেম্বর ২০২৩: মাত্র চার দিন আগে পুরুলিয়ার (Purulia) একটি নামী সোনার দোকানে আট কোটি টাকার গয়না লুঠ করে দুষ্কৃতীরা। এবার শনিবার রাতে সেখানকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হানা দেয় এক দল দুষ্কৃতী। কিন্তু পুলিশ দ্রুত সেখানে পৌঁছাতেই পুলিশকে দেখে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ এভাবে ডাকাতির চেষ্টা রুখে দেওয়ায় খুশি স্থানীয়রা। তাঁরা দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।