
দুর্গাপুর: লোন নিয়ে তা না মেটানোয় মঙ্গলবার দুর্গাপুরের বেনাচিতির বিনয় সুইচ গিয়ার প্রাইভেট লিমিটেড সিল করে দিল ব্যাঙ্ক। একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ২০১৭ সালে লোন নিয়েছিল রাহুল বাজাজ, দীপ বাজাজ। ব্যাঙ্কের দাবি, ২০২১ সাল থেকে ইএমআই দেয়নি। বার বার জানিয়েও ফল হয়নি। তাই এদিন পুলিশকে সঙ্গে নিয়ে দোকানের দখল নিল ব্যাঙ্ক।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ব্যাঙ্কের ডেপুটি জেনারেল ম্যানেজার কৌশিক ব্যানার্জী জানান, সম্পত্তি বন্ধক রেখে লোন নেওয়া হয়েছিল। আসল বাকি রয়েছে প্রায় ১ কোটি ৮৫ লক্ষ। তাছাড়া এতদিনের সুদ রয়েছে। সব মিলিয়ে ২ কোটি ৯০ লক্ষ থেকে প্রায় তিন কোটি হয়ে যেতে পারে। সম্পত্তি দখল নেওয়া হল। এবার বিক্রির ব্যবস্থা করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
