ভাগীরথীতে ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতায় প্রথম হলেন বর্ধমানের প্রত্যয়

দুর্গাপুর দর্পণ, মুর্শিদাবাদ, ৪ সেপ্টেম্বর ২০২৩: রবিবার ভোরে মুর্শিদাবাদের (Murshidabad) সুতির আহিরণ ঘাট থেকে শুরু হয় ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতা। শেষ হয় বহরমপুর গোরাবাজারের ঘাটে। প্রথম স্থান অধিকার করেন বর্ধমানের (Bardhaman) প্রত্যয় ভট্টাচার্য। প্রায় সাড়ে ১০ ঘন্টা ধরে চলে এই সাঁতার প্রতিযোগিতা। প্রত্যয় কলকাতায় বিশ্বজিৎ দে চৌধুরীর কাছে প্রশিক্ষণ নেন। আগামী বছর ফের এই সাাঁতার প্রতিযেগিতায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রত্যয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।