দুর্গাপুর দর্পণ, ১০ জুন ২০২৪: সাফল্যের প্রথম সোপান হল ইচ্ছাশক্তি। সাফল্য পেতে গেলে আগে সফল হওয়ার কথা ভাবতে হবে। কেউ যদি মনে করেন, সফল হতেই হবে, তিনি নিশ্চিত সফল হবেন। আর, সাফল্যের স্বীকৃতি পেতে কার না ভালো লাগে! এমন স্বীকৃতি ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য বয়ে আনার প্রেরণা জোগায়। সেকথা মাথায় রেখেই পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের Dr. B C Roy Engineering College (BCREC) এবং Dr. B C Roy Academy of Professional Courses (BCRAPC) কর্তৃপক্ষ বিভিন্ন ক্ষেত্রে কৃতী মোট ১৩৭ জন মেধাবী পড়ুয়ার হাতে পুরস্কার তুলে দিলেন।
দুলাল মিত্র প্রেক্ষাগৃহে ৭জুন বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান PURASHKARAYAN 2024 এর আয়োজন করা হয়। বিগত শিক্ষাবর্ষের কৃতীদের উৎসাহ জোগাতে তাঁদের পুরস্কৃত করা হয়। কলেজ সোসাইটির মুখ্য পরামর্শদাতা অধ্যাপক ডঃ সৈকত মৈত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মঙ্গলদীপ প্রজ্জলনের পর উপস্থিত কৃতীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যম তিনি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, নিজেদের কমফোর্ট জোন থেকে বেরোনোর সাহস না থাকলে কেউ সফল হতে পারে না। এই সব পড়ুয়াদের সেই সাহস ছিল বলেই আজ তারা সফল। তিনি জানান, সার্বিক সাফল্য পেতে গেলে একযোগে টিম হিসাবে কাজ করতে হবে। কলেজ কর্তৃপক্ষ ও পড়ুয়ারাও সেভাবেই একযোগে কাজ করে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি এই প্রতিষ্ঠানের বহুবিধ সাফল্যের প্রশংসা করেন। জীবনের নানা ঘাত-প্রতিঘাতের মুখোমুখি হওয়ার জন্য পড়ুয়াদের প্রস্তুত থাকতে এবং যে পরিস্থিতিই আসুক না কেন, যে কাজই তাঁদের দেওয়া হোক না কেন, শান্ত মনে আন্তরিকভাবে তার মোকাবিলা বা সম্পাদন করার পরামর্শ দেন।
( Dr. BC Roy Engineering College & Group of institutions। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
আরও পড়ুন- গাছ লাগিয়ে প্রকৃতি বাঁচানোর ডাক দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করল BCREC
BCREC এর সহকারী অধ্যক্ষ অধ্যাপক ডঃ কে এম হোসেন তাঁর বক্তব্যে কৃতী পড়ুয়াদের নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের কথা উল্লেখ করেন। এছাড়াও তিনি পরিবেশ সংরক্ষণ, সুষম উন্নয়ন, পরিচ্ছন্নতা প্রভৃতি বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কলেজের স্বীকৃতির কথা তুলে ধরেন। তিনি কলেজের অ্যাকাডেমিক কাউন্সিল বডি IQAC এর সদস্য হিসাবে ফ্যাকাল্টিদের উল্লেখযোগ্য ভূমিকা এবং গবেষণার ক্ষেত্রে তাঁদের কৃতিত্বের কথা উল্লেখ করেন।কলেজ সূত্রে জানা যায়, পড়ুয়াদের সার্বিক বিকাশের লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলো ও পাঠ্যক্রম বহির্ভূত নানা বিষয়ে উৎসাহ জুগিয়ে থাকেন কর্তৃপক্ষ। তাই শুধু পড়াশোনা নয়, PURASHKARAYAN 2024-এ পুরস্কার দেওয়া হয় পাঠ্যক্রম বহির্ভূত অন্যান্য কার্যক্রমে সফল পড়ুয়াদেরও। কলেজ সোসাইটির জনসংযোগ দফতরের পক্ষ থেকে প্রতিটি বিভাগের পুরস্কারের উপর বিশেষ দৃশ্য-শ্রাব্য মাধ্যমে আকর্ষণীয় উপস্থাপনার আয়োজন করা হয়েছিল। মোট ৩০০ জন পড়ুয়াকে PURASHKARAYAN 2024 এর জন্য মনোনীত করা হয়। তবে এদিনের অনুষ্ঠানে এসেছিলেন ১৩৭ জন। তাঁদের হাতে ট্রফি, পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি পুরস্কার দেওয়া হয় খেলাধুলো, সেরা ফটোগ্রাফার, সেরা স্টুডেন্ট ক্লাব চ্যাপ্টার, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান-Zeal 2k24, বার্ষিক টেক ফেস্ট-Horizon 2K24 সহ বিভিন্ন বিভাগে। এই কলেজ NPTEL থেকে সম্মানজনক পুরস্কার পেয়েছে। কলেজের পড়ুয়া প্রেরণা ঝা, রোহিত কুমারন্ড, কুন্তল দাস NPTEL এর টপার ক্যাটাগরির অনলাইন অল ইন্ডিয়া সার্টিফিকেশন কোর্সে খুব ভালো স্কোর করেছেন।
কর্তৃপক্ষের তরফে এই সব কৃতীদের হাতে পুরস্কার, ট্রফি এবং শংসাপত্র তুলে দেন কলেজ সোসাইটির মুখ্য পরামর্শদাতা অধ্যাপক ডঃ সৈকত মৈত্র, সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জার্নেল সিং, BCRAPC এর অধ্যক্ষ ডঃ রাজীব রায়, BCREC এর সহকারী অধ্যক্ষ অধ্যাপক ডঃ কে এম হোসেন, অ্যাডমিন বিভাগের প্রধান ডঃ অলোক কাহালি, রেজিস্ট্রার ডঃ অরিন্দম মন্ডল এবং বিভিন্ন বিভাগ এবং ক্লাব চ্যাপ্টারের প্রধানেরা। সোসাইটির অন্তর্ভূক্ত কলেজগুলির অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণের জন্য পড়ুয়াদের পাশাপাশি কলেজের কর্মীদেরও পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।