দুর্গাপুর: সাইবার ক্রাইম রুখতে পুলিশকর্মীদের নিয়ে দুর্গাপুরের Dr. B. C. Roy Engineering College (BCREC) গত ১৮ ডিসেম্বর এক দিনের বিশেষ কর্মসূচীর আয়োজন করে। সাইবার প্রতারকরা নিত্য নতুন ফন্দি এঁটে সাধারণ মানুষকে নানা ভাবে বিপাকে ফেলছে। সাইবার প্রতারকদের শায়েস্তা করতে পুলিশের বিশেষ ভূমিকা রয়েছে। সাইবার প্রতারকদের সঙ্গে লড়াই করতে গেলে পুলিশকে আরও এগিয়ে থাকতে হবে। সেকথা মাথায় রেখেই কলেজের অ্যালবার্ট আইনস্টাইন হলে পুলিশকে নিয়ে ওই বিশেষ প্রশ্নোত্তরমূলক কর্মসূচীর আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় এস পাওয়ার, সহ অধ্যক্ষ ড. কে এম হোসেন সাইবার প্রতারণার নানা দিক এবং সেগুলি থেকে কী ভাবে রেহাই মিলবে তা ব্যাখ্যা করেন। কর্মসূচীতে যোগ দেন এসিপি (কাঁকসা), এসিপি (অন্ডাল), দুর্গাপুরের সার্কেল ইনস্পেক্টর এ, সার্কেল ইনস্পেক্টর বি, সার্কেল ইনস্পেক্টর বুদবুদ, কাঁকসা, নিউটাউন শিপ সহ কমিশনারেটের ইস্ট জোনের সব থানার ওসি-রা। কলেজের সাইবার সিকিউরিটি ও ডেটা সায়েন্স বিভাগের প্রধান ও অন্যান্য ফ্যাকাল্টিরা যোগ দিয়েছিলেন ওই কর্মসূচীতে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ওই কর্মসূচীতে ডিজিটাল ব্রাউজিং, অনলাইন ট্র্যাকিং, আন্ডারগ্রাউন্ড ইন্টারনেট, ভার্চুয়ালাইজেশন, সোশ্যাল মিডিয়া ইন্টেলিজেন্স, পিপল সার্চ ইঞ্জিন এবং পাবলিক রেকর্ডস, অনলাইন ম্যাপস, টেকনিক্যাল ফুটপ্রিন্টের মতো বিষয়গুলি নিপুণভাবে আলোচনা করা হয় এবং ব্যাখ্যা করা হয়। উপস্থিত সকলেই সেশনটি উপভোগ করেন এবং স্বতঃস্ফূর্তভাবে প্রশ্নোত্তরে অংশ নেন। কলেজ কর্তৃপক্ষ জনসচেতনতা বাড়াতে এবং পুলিশ পেশাদারদের সাহায্য করার জন্য ভবিষ্যতে এই ধরনের আরও সেশনের আয়োজন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।