পড়ুয়ারা এভাবে হাতে কলমে প্রযুক্তি ব্যবহারের উদাহরণ প্রত্যক্ষ করে ভীষণ উৎসাহিত হয়। কলেজ কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন পরিদর্শন আরও করা হবে বলে আশ্বাস দেন পড়ুয়াদের।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ ফেব্রুয়ারি ২০২৪: পড়ুয়াদের শিল্প সাইটে নিয়ে গিয়ে হাতেকলমে পাঠ দিয়ে ‘ইন্ডাস্ট্রি রেডি’ বানাচ্ছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy Polytechnic (BCRP)। ক্লাস রুমে পঠনপাঠনের পাশাপাশি নিয়মিত বিভিন্ন শিল্পক্ষেত্রে পড়ুয়াদের নিয়ে গিয়ে সম্যক জ্ঞান আহরণের ব্যবস্থা করে দিচ্ছে কলেজের Civil Engineering বিভাগ।
গত ২৩ ফেব্রুয়ারি Civil Engineering বিভাগের অধ্যাপক বিদিশা দত্ত ও ঈশিতা ব্যানার্জি এবং Dr. B. C. Roy Engineering College Group এর পাবলিক রিলেশন ম্যানেজার অমিতাভ ঘোষ পড়ুয়াদের নিয়ে যান দুর্গাপুরের হরিবাজারের R. K. Builder এর নির্মিয়মান বহুতল আবাসনে।
সেখানে সংস্থার ইঞ্জিনিয়াররা পড়ুয়াদের ঘুরিয়ে ঘুরিয়ে আবাসন নির্মাণের বিভিন্ন খুঁটিনাটি দেখান। পাঠ্যপুস্তকে পঠিত প্রযুক্তির সংজ্ঞা কীভাবে বহুতল নির্মাণে কাজে লাগে তা তাঁরা ব্যাখ্যা করেন। পড়ুয়ারা এভাবে হাতে কলমে প্রযুক্তি ব্যবহারের উদাহরণ প্রত্যক্ষ করে ভীষণ উৎসাহিত হয়। কলেজ কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন পরিদর্শন আরও করা হবে বলে আশ্বাস দেন পড়ুয়াদের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।