September 26, 2023

দুর্গাপুজোর আগেই দুর্গাপুর, আসানসোল হয়ে বন্দে ভারত এক্সপ্রেস

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ জুলাই ২০২৩: দুর্গাপুজোর আগেই দুর্গাপুর, আসানসোল হয়ে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু হবে। রাঁচি – হাওড়া ( Howrah – Ranchi) রুটে চলবে এই বন্দে ভারত এক্সপ্রেস। সকালে রাঁচি থেকে ছেড়ে বোকারো, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর হয়ে হাওড়া পৌঁছাবে। বিকালে হাওড়া থেকে ছেড়ে রাতে রাঁচি ফিরবে এই ট্রেন।

রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই ট্রেনের সময়সূচী অনুমোদন করেছেন বলে খবর। ট্রেনটি রাঁচি থেকে ছাড়বে সকাল ৫ টা বেজে ২০ মিনিটে এবং হাওড়া পৌঁছাবে ১১ টা বেজে ৫৫ মিনিটে। অন্যদিকে হাওড়া থেকে বিকাল ৩ টে ৩০ মিনিটে ট্রেনটি ছেড়ে রাঁচি পৌঁছাবে রাত ১০ টা ১০ মিনিটে। হাওড়া থেকে রাঁচি যেতে সময় নেবে মোট ৬ ঘন্টা ৩৫ মিনিট। প্রসঙ্গত এই রুটে শতাব্দী এক্সপ্রেস একই দূরত্ব যেতে সময় নেয় ৭ ঘন্টা ১০ মিনিট।

বর্তমানে হাওড়া থেকে দুটি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে। একটি যায় নিউ জলপাইগুড়ি এবং অন্যটি যায় পুরী। এছাড়া নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি জংশন পর্যন্ত চলে আরও একটি বন্দে ভারত। অর্থাৎ সব মিলিয়ে তিনটি বন্দে ভারত এখন চলছে এই রাজ্যে। হাওড়া-রাঁচি বন্দে ভারত চালু হলে সেটি হবে এই তালিকায় চতুর্থ ট্রেন। এই ট্রেন চালু হলে সকালে রাঁচি থেকে কলকাতা যেতে খুব সুবিধা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: