September 29, 2023

লম্বা ‘ওয়েটিং লিস্ট’ এখনই! পুজোয় বেড়াতে যাওয়া হবে তো?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৭ জুলাই ২০২৩: দুর্গাপুজো পার করে একাদশী থেকে লক্ষ্মী পুজোর মধ্যে বেড়াতে (Travel) যান বাঙালিদের অনেকে। কিন্তু টিকিট কনফার্ম (Train ticket confirmed) হবে তো? এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। এবারের পুজোয় যেমন সিমলা তেমনই বেনারস, দেরাদুনে যাওয়ার ট্রেন্ড দেখা যাচ্ছে। আর বরাবরের মতো উত্তরবঙ্গ, দার্জিলিং, সিকিম এর কথা আর আলাদা করে বলার দরকার পড়ে না।

রেল সূত্রে জানা গিয়েছে, সিমলা হোক উত্তরবঙ্গ, সব ট্রেনের ওয়েটিং লিস্ট (Waiting List)  ১০০ এর উপর ছাপিয়ে গেছে ইতিমধ্যেই। হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, উপাসনা/কুম্ভ এক্সপ্রেস সব ট্রেনেরই একই হাল। বিশেষ করে এবার কালকা মেলে (নেতাজী এক্সপ্রেস) টিকিটের চাহিদা একাদশী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চোখে পড়ার মত।

এছাড়াও, পুজো মরসুমে কুম্ভ এক্সপ্রেসে বেনারস ও দুন এক্সপ্রেসে দেরাদুন যাওয়ার চাহিদাও খুব বেশি এবার। পূর্ব রেলওয়ের (Eastern Railway) মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “শহর হোক বা শহরতলী, টিকিট রিজার্ভেশন কাউন্টারের (Reservation counters) সামনে বিশাল লাইন চোখে পড়ছে।’’

০৭.০৭.২০২৩ তারিখ অনুযায়ী ওয়েটিং লিস্টে যাত্রীদের অবস্থান

দার্জিলিং মেল
(২৫.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ১২০, ৩এসি – ১৬০
(২৬.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ৬৬, ৩এসি – ৪০
(২৭.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ২৬, ৩এসি – ২৯
(২৮.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ২৭, ৩এসি – ১১

উপাসনা/কুম্ভ এক্সপ্রেস
(২৫.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ২২১, ৩এসি – ২০৩
(২৬.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ১৪৬, ৩এসি – ১১৩
(২৭.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ১৫০, ৩এসি – ৫৮

নেতাজী এক্সপ্রেস (কালকা মেল)
(২৫.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ১৪০, ৩এসি – ৩০
(২৬.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ১৩৫, ৩এসি – ৩২
(২৭.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ৩৩, ৩এসি – ২৪
(২৮.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ২৬, ৩এসি – ১৭

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: