লোকসভা নির্বাচন: Bharat Sevashram Sangha on Mamata Banerjee
দুর্গাপুর দর্পণ, ১৯ মে ২০২৪: গোঘাটের নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সব সাধু তো সমান নয়, আমরাও সবাই সমান নই। বহরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন। ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন, তাঁকে সাধু বলে মনে করি না, এর অর্থ উনি সরাসরি পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি চিহ্নিত করেছি কে কে করেছেন।’
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা দিলেন পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক স্বামী আত্মন্তানন্দ। মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করে তিনি বলেন, “সে একটা পাগলী। তার কথার কোনও ঠিক নেই। প্রধানমন্ত্রীকে উল্টোপাল্টা কথা, মুখ্যমন্ত্রীর যেটা বলা উচিত সেটা বলে না, এটা মাথা খারাপ ছাড়া আর কী!”
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারের জন্য এখন রাত্রিবাস করছেন দুর্গাপুরের হোটেলে। এই অবস্থায় দুর্গাপুর থেকেই ভারত সেবাশ্রমের সম্পাদকের এমন সোজা সাপটা জবাবের আলাদা তাৎপর্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।