
দুর্গাপুর দর্পণ, ১ জুলাই ২০২৪: সোমবার থেকে ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধির (IPC) পরিবর্তে দেশজুড়ে কার্যকর হয়েছে নতুন তিন আইন – ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। নতুন আইনে দিল্লিতে দায়ের হল প্রথম এফআইআর (FIR)। দিল্লির কমলা মার্কেট থানায় এক হকারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে নয়াদিল্লি রেলস্টেশনের ফুটব্রিজের সামনের জায়গা দখল করে বিক্রি করার অভিযোগ রয়েছে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
গত বাদল অধিবেশনে ভারতীয় দণ্ডবিধির বদলে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita), কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর (CrPC) আইনের পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) এবং ভারতীয় সাক্ষ্য আইন বা IEC-এর জায়গায় ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (BSA) – এর প্রস্তাব পেশ হয় সংসদে। শীতকালীন অধিবেশনে বিরোধীদের আপত্তি উড়িয়ে তিন আইন পাশ হয়ে যায়। ১ জুলাই থেকে নয়া আইন কার্যকর হল।
‘চোর চোর চোর’ পোস্টারে ছয়লাপ এলাকা, প্রধান-উপপ্রধান দুই জনেই চোর! পঞ্চায়েত চলবে কী করে?
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।