দুর্গাপুর থেকে নবান্ন পদযাত্রা শুরু করল ভূমিরক্ষা কমিটি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ সেপ্টেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের গোপালমাঠ সহ মোট ৯টি গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল দুর্গাপুর ইস্পাত কারখানা নির্মাণের জন্য। কিন্তু তাঁদের কোনও পাট্টা বা দলিল দেওয়া হয়নি। ফলে তাঁরা গৃহঋণ সহ অন্যান্য সুবিধা পান না।
দীর্ঘদিন ধরেই পাট্টা বা দলিলের দাবিতে আন্দোলন করছে ভূমি রক্ষা কমিটি। প্রশাসনের সব জায়গায় স্মারকলিপি দিয়েছেন। কোনও লাভ হয়নি। শুক্রবার কমিটির সদস্যরা হেঁটে নবান্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি-দাওয়া জানাবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।