দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৯ জানুয়ারি ২০২৩: এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে বড় পরিবর্তন আনা হচ্ছে। বদলে যাচ্ছে বিটিং দ্য রিট্রিটের সুর। ২৬ জানুয়ারি সকাল সাড়ে ন’টায় বিজয় চক থেকে শুরু হয়ে সেনাবাহিনীর কুজকাওয়াজ রাজপথ হয়ে শেষ হবে দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে।
কুচকাওয়াজের তৃতীয় দিনে রাইসিনায় হবে ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠান। এবার কুচকাওয়াজ থেকে রিট্রিট অনুষ্ঠান পর্যন্ত সশস্ত্র বাহিনীর মিউজিক বাজবে। ৭৫ তম প্রজাতন্ত্র দিবস স্মরণীয় করে রাখতে বিশেষ এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তিন বাহিনী ছাড়াও এবারের রিট্রিটে অংশ নেবে রাজ্য পুলিশ, স্কুল-কলেজের পড়ুয়া এবং এনসিসি-এনএসএস ক্যাডেটরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#RepublicDay2024
WhatsApp Group
Join Now