স্কুলের ল্যাবে বিরাট বিস্ফোরণ, আহত ১০

দুর্গাপুর দর্পণ,উত্তর ২৪ পরগনা, ১ জুলাই ২০২৩: বসিরহাট মহকুমার টাকি পুরসভার টাকি ষষ্ঠীবর লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ের ল্যাবরেটরিতে বিরাট বিস্ফোরণ। জখম শিক্ষক-সহ অন্তত ১০ ছাত্রী।
জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রীদের নিয়ে শিক্ষক অর্ণব গুহ দাস এদিন স্কুলের ল্যাবরেটরিতে কাজ করতে ঢোকেন সকাল ১১ টা নাগাদ। ক্লাস চলাকালীন হঠাৎই আমোনিয়া গ্যাসের জারে বিস্ফোরণ হয়। শিক্ষক-সহ ১০ ছাত্রী আহত হন। তাদের তড়িঘড়ি টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে।