বড় খবর..পিটিয়ে খুন করা হল তৃণমূল কর্মীকে

দুর্গাপুর দর্পণ, নদীয়া, ৮ জুলাই ২০২৩: পঞ্চায়েত ভোটকে (#PanchayatElection2023) কেন্দ্র করে নদিয়ার (Nadia) চাপড়ার বড় আন্দুলিয়ায় ছাপ্পা ভোটের অভিযোগ উঠতেই শুরু গণ্ডগোল। চলল গুলি। উত্তেজনা শুরু হয় আন্দুলিয়া হাই স্কুলের ১০০ নম্বর বুথে। গুলি চালানোর অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। এরপরই তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করা হয়। চরম উত্তেজনা এলাকায়।
শান্তিপুর(Nadia) ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের ভোলা ডাঙ্গা ৮ এবং ৯ নম্বর বুথে নির্দল ও শাসকদলের মধ্যে বাঁধে সংঘর্ষ। মাথায় কোপ মারা হয় একাধিক জনের। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ২০ জনকে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।