দুর্গাপুরের সভায় বিরাট চমক, নির্বাসন ভেঙে মুখ্যমন্ত্রীর সভায় তৃণমূল নেতা

দুর্গাপুরের সভায় বিরাট চমক, নির্বাসন ভেঙে মুখ্যমন্ত্রীর সভায় তৃণমূল নেতা
WhatsApp Group Join Now

দুর্গাপুর, ৬ মে ২০২৪:  দুর্গাপুরের গ্যামন ব্রিজের মাঠে জনসভায় যোগ দিয়ে কর্মসংস্থানের ওপরেই জোর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ৮০০ কোটি টাকা ব্যয় করে ঢেলে সাজানো হচ্ছে দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডকে। চাকরি পাবে বহু বেকার যুবক যুবতী। এদিনের সভায় উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার তৃণমূল প্রার্থী সহ তৃণমূলের অন্যান্য বড় নেতারা। এদিনের সভায় সকলের নজর কেড়েছেন প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়।

গত কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রী দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে রয়েছেন। এখান থেকেই তিনি দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে ভোটের প্রচারে যাচ্ছেন। এদিন দুর্গাপুরের গ্যামন ব্রিজের মাঠে তাঁর বিরাট জনসভা ছিল। এদিন তিনি আনন্দগোপাল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানান। এবং তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা দুর্গাপুর শহরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়ের প্রশংসাও করেন। সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড এক সময় বন্ধ করার পরিকল্পনা থাকলেও রাজ্যের মন্ত্রীদের সঙ্গে নিয়ে বৈঠক করে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। ৮০০ কোটি টাকা ব্যয় করে ঢেলে সাজানো হচ্ছে দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডকে। বহু বেকার যুবক-যুবতী কাজ পাবে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে।” তিনি আরও জানান, পানাগড় থেকে কোচবিহার পর্যন্ত এবং ডানকুনি থেকে বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত ৭৪ হাজার কোটি টাকা ব্যয় করে দুটি শিল্প করিডোর তৈরী হতে চলেছে। সেখানেও কাজ পাবে লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী। মুখ্যমন্ত্রী জেলার উন্নয়ন  প্রসঙ্গে বলেন, আসানসোল মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতাল, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর, দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে ১০০ জন ছাত্র এবং ২০০ জন ছাত্রীর জন্য হোস্টেল তৈরী করা হয়েছে।

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )

আসানসোলের প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া প্রসঙ্গে তিনি বলেন, সুরিন্দর সিং আলুওয়ালিয়া এলাকার কোনও উন্নয়ন করেননি। দার্জিলিং থেকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এসেছিলেন এখন আবার আসানসোলের প্রার্থী হয়েছেন। আদতে কিছু কাজই করেননি, সেই জন্যই তাঁকে বারবার জায়গা পরিবর্তন করতে হচ্ছে। সভা থেকেই মুখ্যমন্ত্রীর হুঁঙ্কার, “কোথায় কত টাকা দেওয়া হয়েছে, নাম করে বলে দেব।” বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, “দিলীপবাবুকে ভাবতাম উনি একটু উল্টোপাল্টা বলেন। কিন্তু উনি কাজ করেন না বলেই মেদিনীপুর থেকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এসেছেন।”(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!