দুর্গাপুর দর্পণ, ৩ জুলাই ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে ইস্কনের রথযাত্রা গত কয়েক বছরে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু দুর্গাপুর শহর নয় আশপাশের এলাকা এমন কি সারা জেলা থেকে লোকজন আসেন। বুধবার সন্ধ্যায় রথযাত্রা ও রথের মেলা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ইস্কন কর্তৃপক্ষ। প্রধান সেবাইত ঔদার্য্য চন্দ্র দাস জানান, রথযাত্রার দিন কার্নিভাল করে রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে আকবর রোডের ধারে অস্থায়ী মাসির বাড়িতে। সেখানে সাত দিন থাকবেন তাঁরা।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
তিনি আরও জানান, আকবর রোডের মাঠে সাত দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান। বসবে মেলা। থাকবে প্রসাদের ব্যবস্থা। ভিড় নিয়ন্ত্রণ করতে ২০০ জন স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। সহযোগিতা করবে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার পুলিশও। অন্যান্য বছরের তুলনায় এবার রেকর্ড ভিড় হবে বলেও আশাবাদী ইস্কন কর্তৃপক্ষ।
বিয়ে শেষ হতে না হতেই বর-কনে নামল রাস্তায়, সবাই অবাক! দুর্গাপুরে হঠাৎ এ কী হল?
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।