
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৬ জানুয়ারি ২০২৪: বিজেপির বিরুদ্ধে INDIA জোট কিছুতেই যেন দানা বাঁধছে না। কংগ্রেসের সঙ্গে তৃণমূল সহ নানা শরিক দলের বিতন্ডা লেগেই আছে। এবার আবার জানা যাচ্ছে, INDIA ছেড়ে NDA-এর পথে পা বাড়িয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও!
বর্তমানে আরজেডি, জেডিইউ, কংগ্রেস-সহ একাধিক বিজেপি বিরোধী দল মিলে বিহারে সরকার গড়েছে। সেই জোট সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি INDIA জোটের অন্যতম প্রধান মুখ। সম্প্রতি আচমকা তিনি বেসুরো গাইতে শুরু করেছেন বলে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মত।
এমনকি ক্ষমতাসীন জোট ভেঙে বেরিয়ে বিজেপির হাত ধরে নতুন করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথও তৈরি হয়ে গিয়েছে বলে খবর। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন সুশীল মোদি। রবিবার সব পরিস্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।