দুর্গাপুর দর্পণ, ২৪ মে ২০২৪: প্রথমে কম্পিউটার দেওয়ার নাম করে ৫ লক্ষ টাকা লোপাট। তারপর দুর্গাপুরে এসে ভুয়ো ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক পরিচয় দিয়ে বিয়ে। তবুও শেষ রক্ষা হল না। বিহারের যুবক রাকেশ কুমারকে দুর্গাপুর পুলিশের সহযোগিতায় দুর্গাপুর থানার বেনাচিতির গোঁসাইনগর থেকে শুক্রবার গ্রেফতার করে নিয়ে গেল বিহার পুলিশ।
জানা গিয়েছে, ২০২৩ সালে বিহারের লক্ষ্মীসরাই এলাকায় রাজেশ কুমার নামের এক ব্যবসায়ীর কাছ থেকে কম্পিউটার সরবরাহের নামে পাঁচ লক্ষ টাকা নেয় রাকেশ কুমার। কয়েক মাস পেরিয়ে গেলেও কম্পিউটার না পেয়ে নভেম্বরে থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন রাজেশবাবুপ্রপরেই সেই বছরই নভেম্বর মাসে লক্ষ্মীসরাই থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন রাজেশবাবু। তদন্তে নামে বিহার পুলিশ। মোবাইল লোকেশন ট্র্যাক করে অভিযুক্তের ঠিকানা পাওয়া যায় দুর্গাপুর।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পুলিশি তদন্তে জানা যায়, রাকেশ কুমার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে দুর্গাপুর থানার বেনাচিতির গোঁসাইনগরের এক মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই রয়েছে। বৃহস্পতিবার দুর্গাপুর থানার পুলিশের সাহায্য নিয়ে এলাকায় পৌঁছায় লক্ষ্মীসরাই থানার পুলিশ। পালানোর চেষ্টা করে সে। কিন্তু ততক্ষণে এলাকা ঘিরে ফেলেছে দুর্গাপুর থানার পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ তাকে ধরে ফেলে। শুক্রবার দুর্গাপুর আদালতে তোলা হলে দু’দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন বিচারক। লক্ষ্মীসরাই থানার ইন্সপেক্টর সুনীল কুমার বলেন, ২০২৩ সালের নভেম্বরে দায়ের হওয়া প্রতারণার অভিযোগের তদন্তে নেমে অভিযুক্ত রাকেশ কুমারকে গ্রেফতার করা হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।