দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ জুলাই ২০২৪: এক মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক যুবকের। রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময় একটি ট্রাক্টরের পিছনের চাকা খুলে যায়। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের উপরে উল্টে যায়। গুরুতর জখম হন বাইক আরোহী। আশপাশের বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের খয়রাশোল এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম জিতেন্দ্র মাহাতো। বয়স আনুমানিক ৪০। কোক ওভেন থানার সঞ্জীব সরণীর ভগৎপল্লীর বাসিন্দা। একটি বেসরকারি ইস্পাত কারখানার কর্মী ছিলেন। দুপুরে কারখানা থেকে বাড়ি আসার পথে মঙ্গলচন্ডী মন্দিরের সামনের রাস্তায় দুর্ঘটনা ঘটে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
একটি ট্রাক্টরের চাকা খুলে যায় এবং বাইকটি চাপা পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় জিতেন্দ্রকে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়। বেহাল রাস্তার জন্য দুর্ঘটনা, এমন অভিযোগ করে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ পৌঁছায়। পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয় যান চলাচল। ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে চালক ও খালাসিকেও। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।