
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ মার্চ ২০২৪: সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত এক বাইক আরোহী। মৃতদেহকে রেখে চলছে বিরাট বিক্ষোভ। পুলিশ এবং তৃণমূল নেতাকে ঘিরে ধরে চলছে প্রতিবাদ। উত্তেজনা কাঁকসায়।
ওভারলোড মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল লিটন বিশ্বাসের (৩৮)। তিনি অজয় পল্লীর বাসিন্দা। বিক্ষোভে ফেটে পরেছে এলাকাবাসীরা। এলাকার বাসিন্দা যতীন কীর্তনীয়া অভিযোগ তোলেন,”এলাকার প্রভাবশালী তৃণমূল কর্মী পূর্ণচন্দ্র মাঝির ট্রাক্টরে করে অবৈধভাবে অজয়ের মাটি পাচার হচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালককে ধাক্কা মারে ট্রাক্টরটি। ঘটনাস্থলে মৃত্যু হয় লিটনের ।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
অজয় ঘাট থেকে দেউল যাওয়ার রাস্তার মাঝে অজয় পল্লী, কাজলাডিহি সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের মদতে কাঁকসার শিবপুরের অজয় ঘাট এবং দেউলের অজয় ঘাট থেকে প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় ট্রাক্টর গুলি যাতায়াত করে। অবৈধভাবে মাটি এবং বালি পাচার করাই এদের কাজ। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি এমনটাই জানিয়েছেন তাঁরা।
এদিন সকালে এলাকার তৃণমূল কর্মী এলাকার পূর্ণচন্দ্র মাঝির বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় লিটন বিশ্বাসের মৃত্যু হলে, ব্যাপক উত্তেজনা কাঁকসার অজয়পল্লীতে। মৃতদেহকে রেখে পুলিশ এবং বিদ বিহার অঞ্চলের তৃণমূলের যুব সভাপতি রাজু মজুমদারকে ঘিরে ধরে বিক্ষোভ চলে। চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে তৃণমূলের যুব সভাপতি রাজু মজুমদার বিক্ষোভকারীদের আশ্বাস দেন দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তারপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। বিজেপির জেলার সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষ বলেন,”অবৈধভাবে মাটি এবং বালি পাচার চলছে নিয়মিত। এইসব কারবার চলে তৃণমূল নেতৃত্বের মদতে।” দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তিনি।
#accident #sandmuggling
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।