তাপপ্রবাহে ক্লান্ত পাখিরা জলের সন্ধানে নাজেহাল, কিভাবে পরিস্থিতি সামলাচ্ছে বন দফতর

দুর্গাপুর দর্পণ, ১০ জুন ২০২৪: তাপপ্রবাহে ক্লান্ত খয়েরি হাঁড়িচাচা, টিয়া’রা জলের সন্ধানে নাজেহাল। দিনের পর দিন তাপপ্রবাহে পুকুর শুকিয়ে যাচ্ছে। খাঁ খাঁ করছে চারিদিক। বইছে গরম হাওয়া। তৃষ্ণার্ত পাখিরা জলের খোঁজে ব্যস্ত। পরিস্থিতি সামাল দিতে নানা উদ্যোগ নিয়েছে বন দফতর।
ভাঙা বাড়ি, মন্দির, বড় বড় গাছের কোটরে বাসা বানিয়ে থাকে টিয়া ও খয়েরি হাঁড়িচাচা। দিনভর খাবারের সন্ধানে লোকালয়ে ঘোরাঘুরির পরে সন্ধ্যায় ফিরে আসে নিজের বাসায়। কাঁকসার গড়জঙ্গলেও বিভিন্ন প্রজাতির পাখিদের পাশাপাশি রয়েছে কয়েক হাজার টিয়া ও খয়েরি হাঁড়িচাচার দল। তীব্র দহনে তৃষ্ণার্ত পাখিরা জলের সন্ধানে দৌড়াচ্ছে।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
কয়েকটি খয়েরি হাঁড়িচাচা ও টিয়া পাখিকে দেখা যাচ্ছে পানীয় জলের পাইপলাইনের সামনে কখন জল আসে তার অপেক্ষায় বসে। তার আগে পাইপের গা বেয়ে যেটুকু জল পড়ছে তাই দিয়েই কোনও রকমে জিভ ভিজিয়ে নিচ্ছে। কয়েকটি টিয়াকে দেখা যাচ্ছে একটি পুকুরে। কেউ গা ভেজাচ্ছে, কেউ জলের ধারে বসে একটু আরাম করছে, আবার কেউ সেই জল পান করে তৃষ্ণা নিবারণ করছে।
ওদিকে আবার সূর্যের তাপ কমলে শিয়ালদের দেখা যাচ্ছে লোকালয়ে। স্থানীয়দের মতে, জঙ্গলে খাবারের অভাব। তাই খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। বন দফতরের দুর্গাপুরের রেঞ্জার সুদীপ ব্যানার্জি জানান, জঙ্গলের ভিতরের জলাশয়গুলিতে জল কমে গেলে ট্যাঙ্কারে করে জল ভরা হচ্ছে। জঙ্গলের মাঝে নির্দিষ্ট পাত্রে জলে ওআরএস মিশিয়ে রাখা হচ্ছে। কোনও পশু বা পাখি অসুস্থ হলে বন দফতরের পশু চিকিৎসকরা পৌঁছে যাচ্ছেন এবং শুশ্রুষা করছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।