দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ অক্টোবর ২০২৩: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার বিভিন্ন প্রান্তে আজ কংগ্রেসের পক্ষ থেকে মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মদিবস ও লাল বাহাদুর শাস্ত্রীর ১১৯ তম জন্মদিবস পূর্ণ মর্য্যাদা সহকারে পালন করা হয়।
সকাল ৯.৩০ মিনিট :- গান্ধী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে গান্ধীজীর স্মৃতিচারণ ও মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সুদেব রায়, ডাইরেক্টর দুর্গাপুর ইস্পাত কারখানা বি পি সিং, শ্রমিক নেতা রজত দীক্ষিত, সৌমেন বাউরী সহ বিভিন্ন নেতৃত্ব।
সকাল ১০টা:- স্টিল মার্কেট জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে গান্ধীজীর মুর্তিতে মাল্যদান ও স্মৃতিচারণ করা হয়। উপস্থিত ছিলের জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, রবীন গাঙ্গুলি, তপন সিনহা সহ বিভিন্ন নেতৃত্ব। পরে রামধেনু গানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। সকাল ১১টায়:- ভিড়িঙ্গি কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসি সদস্য সুদের রায় সহ বিভিন্ন নেতৃত্ব।এছাড়া আমরাই মোড় পার্টি অফিস, ডিটিপিএস INTUC অফিস, ১০ নং ওয়ার্ড অফিস, শ্যামপুর মোড়,২৯ নং ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায় আজ অহিংসা দিবস পালন করা হয়।
আরও পড়ুন- নিম্নচাপের জের, শুরু হল দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া
। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।