কাঁকসা: গ্রামে পারিবারিক পুজো রয়েছে। বাকিরা পুজোর চারদিন মেতে উঠতেন গড় জঙ্গলের শ্যামরূপা মন্দিরে গিয়ে। গ্রামবাসীদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল, গ্রামে একটি সর্বজনীন দুর্গা পুজো করার। এবার চাঁদা তুলে গ্রামের হরিমন্দিরের সামনে দুর্গাপুজা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পঞ্চমীর সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে পুজোর উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল। প্রথম বারোয়ারি দুর্গাপুজোর আনন্দে মেতে উঠল কাঁকসার বিষ্ণুপুর।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
উদ্যোক্তারা জানিয়েছেন, পুজোর থিমে গ্রাম বাংলার চিত্র তুলে ধরা হয়েছে। প্রায় ২ব লক্ষ টাকা ব্যয় করে মন্ডপ এবং প্রতিমা আনা হয়েছে। পুজোর পরিচালন কমিটির সদস্য তাপস পাতর বলেন, “আমাদের ইচ্ছে ছিল বড় করে পুজা করার। তাই গোটা গ্রামবাসীর কাছে সাহায্য নিয়ে আমরা পুজোর আয়োজন করেছি। চার দিন ধরে চলবে পুজো। খুশি গোটা গ্রামের মানুষ। এভাবেই প্রতিবছর পুজো করতে চাই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।