
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ মার্চ ২০২৪: গত লোকসভা নির্বাচনের প্রাক্কালে ২০১৮ সালের ৯ ডিসেম্বর পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার মলানদিঘির সরস্বতী গঞ্জের জঙ্গলে খুন হন বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ। বিজেপির দাবি, মূল অভিযুক্তরা আজও অধরা। তাদের দ্রুত গ্রেফতার ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শনিবার মলানদিঘি পুলিশফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
বিজেপি কর্মীরা পুলিশ ফাঁড়ির গেট ধাক্কা দিয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে বচসা হয়। তারপরেই পুলিশ ফাঁড়ির সামনে বসে বিক্ষোভ শুরু করে দেন তাঁরা। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, “রাজ্যজুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল। ২০১৮ সালে বুথ সভাপতি সন্দীপ ঘোষকে গুলি করে খুন করা হয়। তখন থেকেই অধরা রয়েছে মূল অভিযুক্তরা। কয়েকজন অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে তারা এলাকায় সন্ত্রাস ছড়াতে চাইছে।’’ দ্রুত দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়া হলে লাগাতার আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি নেতারা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।