দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কলকাতার আর জি কর হাসপাতালের ডাক্তারি পড়ুয়াকে নৃশংস ভাবে হত্যা ও ধর্ষণ করার প্রতিবাদে সোমবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে কর্মসূচী নেয় বিজেপি। সিটি সেন্টার বাসস্ট্যান্ডে ও পুর নিগমের সামনে এবং এস বি মোড়ে মানববন্ধন করা হয়। ঘটনার মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সিটি সেন্টারে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ হয়। পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। ব্যাপক উত্তেজনা দেখা দেয়। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে চলে এই বিক্ষোভ।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কলকাতার পুলিশ কমিশনারকেও পদত্যাগ করতে হবে। এই ঘটনার সাথে শুধু সিভিক ভলেন্টিয়ার নয়, আরও অনেকে জড়িত আছে। তাদের সকলকে গ্রেফতার করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। যতক্ষণ না কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” এদিন প্রায় এক ঘন্টা ধরে অবরোধ করা হয় রাস্তা।এসবি মোড়ে বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।