দুর্গাপুর, ২৩ এপ্রিল ২০২৪: দিলীপ ঘোষকে পদ্মফুল চিহ্নে ভোট দিন লেখা প্লাস্টিকের পাখা বিলি নিয়ে ফের বিতর্ক। মঙ্গলবার হনুমান জয়ন্তীর দিন পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে নির্বাচনী প্রচারে যান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে তাঁকে এলাকার মহিলারা সংবর্ধনা জানান। তারপরেই মহিলাদের হাতে হাত পাখা তুলে দেন।
তৃণমূল পরিচালিত কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্যের অভিযোগ, পাখা কেনার ক্ষমতা সব মানুষেরই আছে। বিজেপি কতটা নিচে নামতে পারে, সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। পাখার উপর ভোট চাওয়া নির্বাচনী বিধিভঙ্গ। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।
দিলীপ ঘোষের অবশ্য বক্তব্য, তিনি কারওর কাছে ভোট চান না। ভাষণ দেন না। কিন্তু ভোটে জেতেন। সাধারণ মানুষের মধ্যে উৎসাহ রয়েছে। সাধারণ মানুষ চায় মোদীজিকে। অন্যদিকে হাত পাখা নেওয়ার পরে মহিলারা বলছেন, ভোটের আগে প্রতিশ্রুতিও দিলেও ভোটের পরে কাউকে দেখা যায় না। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকেও পাঁচ বছরে একবার দেখা যায়নি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।