দুর্গাপুর দর্পণ, ১১ মে ২০২৪: শনিবার সকালে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রচারে গিয়েছিলেন দুর্গাপুরের আমরাই এলাকায়। সেখানে শংকর নাথ আনন্দ আশ্রমের সামনে গত ৩১ মার্চ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে চরম বিড়ম্বনার মুখে পড়েছিলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। আশ্রমের ভিতরে ঢুকে কার্যত মাথায় হাত তুলে মন্দিরের চাতালে বসেছিলেন তিনি। সেই ছবি প্রকাশিত হয়েছিল সংবাদমাধ্যমে।
এদিন কীর্তিকে ‘ব্যঙ্গ’ করে আশ্রমের ভিতরে ঢুকে সেভাবেই মাথায় হাত দিয়ে বসলেন দিলীপ ঘোষ। যদিও দিলীপের দাবি, সেদিন দলের লোকেদের তাড়া খেয়ে মন্দিরে ঢুকে ছিলেন তৃণমূল প্রার্থী। পশ্চিমবঙ্গকে না বুঝেই তিনি প্রার্থী হতে চলে এসেছেন। দলের লোকেরাই ওকে সমর্থন করছেন না। তিনি মন্দিরে প্রার্থনা করলেন বিরোধীদের উৎপাত যাতে কমে এলাকায়।
তৃণমূল নেতৃত্ব দিলীপের বিরুদ্ধে সরব হয়েছেন। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “বিজেপির নাটক শেষ। প্রচারের শেষ দিনে কর্মীরাই পাশে নেই। একাই প্রচার করছেন। তাই হতাশ হয়ে মন্দিরের চাতালে বসে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন দিলীপ ঘোষ।”
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।