দুর্গাপুর, ১ মে ২০২৪: তিনি বিরোধীদের বাপ বাপান্ত করে ছাড়েন। কিন্তু বুধবার সকালে অন্যরূপে দেখা গেল তাঁকে। সাত সকালে দলীয় কর্মীদের বেমক্কা ধমকে দিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে সগড়ভাঙায় প্রাতঃভ্রমণের কর্মসূচী ছিল দিলীপের। ওই এলাকায় এর আগে একাধিক কর্মসূচি করেছেন তিনি।
আবার প্রাতঃভ্রমণের জন্য একই জায়গা বেছে নেওয়ায় দলের কর্মীদের তুলোধনা করলেন দিলীপ। দলীয় কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ তুলে বলেন, ওদের মাথা কাজ করছে না। প্রেসার নিতে পারছে না। দিলীপ ঘোষ জেলার তৈরি করা কর্মসূচিই ফলো করেন। কিন্তু কর্মীদের একমাস পরিশ্রম করতে দম বেরিয়ে যাচ্ছে। কিন্তু একই জায়গায় বারবার কর্মসূচির তালিকা কে তৈরি করছে বুঝতে পারছি না বলে ক্ষোভ প্রকাশ করেন। কারা এভাবে কর্মসূচি সাজাচ্ছেন, তিনি খতিয়ে দেখবেন বলেও জানান দিলীপ।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।