
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে প্রার্থী হিসাবে অগ্নিমিত্রা পালের নাম লিখেও মুছল বিজেপি। এখনও প্রার্থী ঘোষণা করতে পারেননি নেতৃত্ব। তাই লোকসভা কেন্দ্রের নাম না লিখে আসন্ন লোকসভা নির্বাচনে অগ্নিমিত্রা পালকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানিয়ে দেওয়াল লিখন শুরু করে দেন দলের কর্মীরা।
এমএএমসি বি-ওয়ান এলাকায়, মামরা বাজার সংলগ্ন স্বপ্না মার্কেট এলাকায় বিজেপির নিচু তলার কর্মীরা দেওয়াল লিখে ফেলেন। অস্বস্তিতে পড়ে যান জেলা নেতৃত্ব। দ্রুত দেওয়াল মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ‘অগ্নিমিত্রা পালের’ নামের উপর সাদা চুনের প্রলেপ দিয়ে ঢাকা দেওয়া হলেও বিজেপির প্রতীক দেওয়া বাকি লেখা রয়ে গিয়েছে দেওয়াল জুড়ে। অগ্নিমিত্রা পালের নাম বোঝা যাচ্ছে অস্পষ্টভাবে।
তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়েছে আগেই। মাঠে নেমে জোরদার প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। বিজেপিরও কিছু কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। সেই সব কেন্দ্রে জোরদার প্রচার শুরু হয়েছে। তাতেই হতাশা বেড়েছে এই এলাকার বিজেপির নিচু তলার কর্মীদের। সেই হতাশাতেই অগ্নিমিত্রা পালের নামে দেওয়ালে লিখন করতে শুরু করে দেন তাঁরা।
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে বিজেপির অন্দরে। তাই প্রার্থীর নাম ঘোষণা করতে হিমশিম খাচ্ছে বিজেপি নেতৃত্ব। দিল্লিতে গিয়েও রাজ্যের উচ্চ নেতৃত্ব ঠিক করতে পারছেন না প্রার্থীর নাম। তাই মানুষের কাছে বিভ্রান্তি ছড়াচ্ছেন নিচু তলার কর্মীরা।” যদিও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “এখনও ২৩ টি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম প্রকাশ হয়নি। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রার্থীর নামও ঘুরে বেড়াচ্ছে। তা দেখেই ভুলবশত কারওর নামে দেওয়াল লিখন করেছিলেন কর্মীরা। নজরে আসতেই মুছে দেওয়া হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।