দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ মার্চ ২০২৪: ভোজপুরি অভিনেতা পবন সিংকে পশ্চিমবঙ্গের আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। শনিবার সারা দেশের মোট ১৯৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে রয়েছে আসানসোল কেন্দ্রটিও। বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ ছাড়াও পশ্চিমবঙ্গেও পবনের বহু ফ্যান রয়েছেন। এছাড়া বাঁকুড়া কেন্দ্রে ফের সুভাষ সরকার এবং বিষ্ণুপুরে সৌমিত্র খাঁকেই প্রার্থী করা হয়েছে বলে জানা গিয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পশ্চিমবঙ্গের ২০টি আসনের প্রার্থী তালিকা
কোচবিহার – শ্রী নিশীথ প্রামাণিক
আলিপুরদুয়ার – শ্রী মনোজ টিগ্গা
বালুরঘাট – ড. সুকান্ত মজুমদার
মালদা উত্তর – শ্রী খগেন মুর্মু
মালদা দক্ষিণ – শ্রীমতী শ্রীরূপা মিত্র চৌধুরী
বহরমপুর – ড. নির্মল কুমার সাহা
মুর্শিদাবাদ – শ্রী গৌরী শঙ্কর ঘোষ
রানাঘাট – শ্রী জগন্নাথ সরকার
বনগা – শ্রী শান্তনু ঠাকুর
জয়নগর – শ্রী অশোক কান্ডারী
যাদবপুর – ড. অনির্বাণ গাঙ্গুলি
হাওড়া – ড. রথীন চক্রবর্তী
হুগলি – শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়
কাঁথি – শ্রী সৌমেন্দু অধিকারী
ঘাটাল – শ্রী হিরন্ময় চট্টোপাধ্যায়
পুরুলিয়া – শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো
বাঁকুড়া – ড. সুভাষ সরকার
বিষ্ণুপুর – শ্রী সৌমিত্র খাঁ
আসানসোল – শ্রী পবন সিং
বোলপুর – শ্রীমতী প্রিয়া সাহা
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।