দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ঘেরাও করল বিজেপি
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ জুলাই ২০২৪: হকার উচ্ছেদের প্রতিবাদে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে, সমাজ বিরোধীদের অবিলম্বে গ্রেফতার করা সহ নানা দাবিতে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের নিউ টাউন শিপ থানা ঘেরাও করে বিজেপি। নেতৃত্ব দেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিটি সেন্টারের বড় বড় হোটেল ও ভবনের অবৈধ নির্মাণ বাদ দিয়ে শুধু গরীব হকারদের উচ্ছেদ করা হচ্ছে। এটা মেনে নেওয়া হবে না। নিউ টাউনশিপ থানা এলাকায় শেখ বিল্লি, শেখ নবীরা মহিলাদের উপরে অত্যাচার করছে, সাট্টা-জুয়োর ঠেক চালাচ্ছে। অথচ তাদের গ্রেফতার করা হচ্ছে না। এই সবের বিরুদ্ধেই থানা ঘেরাও করা হয়। বুধবার মহকুমাশাসকের অফিস ঘেরাও করা হবে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।