দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ এপ্রিল ২০২৪: তৃণমূলের ব্যঙ্গচিত্র নিয়ে কমিশনে অভিযোগ দায়ের করল বিজেপি। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ১০ নম্বর ওয়ার্ডের এ-জোনের চার নম্বর স্ট্রিটের বাড়ির দেওয়ালে ব্যঙ্গচিত্র ফুটিয়ে তোলা হয়েছে, হাওয়াই চপ্পলের নিচে মোদী, অমিত! বার্তায় লেখা হয়েছে, তোমার দলে অমিত মোদি নেতায় নেতায় ভারী, আমার দলের একলা দুর্গা পঁয়ষট্টির নারী! হাওয়াই চপ্পলের ভয়ে পালাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঁচার চেষ্টা করছেন নরেন্দ্র মোদি।
এই দেওয়াল লিখন নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিজেপি। দেশের সংবিধানকে না মানার এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চরম অপমান করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি। দলের আসানসোল সাংগঠনিক জেলার মুখপাত্র জিতেন চ্যাটার্জির অভিযোগ, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এইরকম কুরুচিকর চিত্র অশোভনীয় এবং নিন্দনীয়। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের প্রার্থী পদ বাতিল করার দাবিও তুলেছেন তিনি।
তৃণমূলের ১ নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষের দাবি, এই রাজ্যের প্রাচীন ঐতিহ্য নির্বাচনের সময় দেওয়ালে ব্যঙ্গচিত্র ফুটিয়ে তোলা। নির্বাচনের প্রাক্কালে সব দলই এরকম ব্যঙ্গচিত্র করে থাকে। সাধারণ মানুষের মধ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়। সেখানে কারওর ছবি দেওয়া থাকে না। টাউনশিপের বিভিন্ন প্রান্তে বিজেপিও মুখ্যমন্ত্রীর নামে অনেক কুরুচিকর ও ব্যঙ্গচিত্র করেছে বলে অভিযোগ করেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।