দুর্গাপুর দর্পণ, ৫ মে ২০২৪: রবিবার রাতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে পূর্ব বর্ধমান, বর্ধমান – দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে দলের দায়িত্বে থাকা কার্যকর্তাদের নিয়ে ভোটের কৌশল ঠিক করতে বৈঠকের আয়োজন করা হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের আসতে দেরি হওয়ায় তাঁরাই বৈঠক করার সিদ্ধান্ত নেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির বাংলার প্রভারি অমিত মালব্য, সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে ও সতীশ ধন, কেন্দ্রীয় আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এদিন রাত ১০টা ১৫ নাগাদ অমিত শাহের বিমান নামে অন্ডাল এয়ারপোর্টে। সোমবার সকালে দুর্গাপুরের ভিড়িঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন অমিত শাহ। তারপর কৃষ্ণনগরে রোড শো করে দুর্গাপুর ইস্পাত নগরীর তিলক ময়দানে বর্ধমান – দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে একটি জনসভায় অংশ নেবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।