You are currently viewing ‘নাটকীয়’ ভুল স্বীকার বিজেপি নেতার! শোরগোল রাজ্য জুড়ে

‘নাটকীয়’ ভুল স্বীকার বিজেপি নেতার! শোরগোল রাজ্য জুড়ে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩ আগস্ট ২০২৩: নাটকীয় ভুল স্বীকার বিজেপি নেতার! শোরগোল রাজ্য জুড়ে। ২০১৭ সালে তৃণমূলের নির্দেশেই দুর্গাপুরে ভোট লুঠ করেছিলেন! বৃহস্পতিবার প্রকাশ্য সভায় ভুল স্বীকার করে রীতিমতো ক্ষমা চাইলেন তিনি। যদিও তৃণমূল একে নাটক বলে জানিয়েছে। কিন্তু এই ঘটনা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ওয়াকিবহাল মহলে।

পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে ২০১৭ সালের পুরভোটে তৃণমূল জয়ী হয় ৪৩-০ ভোটে। সেই ভোটে দলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari)। তিনি এদিন দুর্গাপুরের গ্যামন ব্রিজ মাঠে বিজেপির সভা থেকে বলেন, তৃণমূলের নেতারা আমাকে দায়িত্ব দিলেন। কিন্তু বায়োডাটা খতিয়ে দেখে বুঝলাাম, একজনও জিতবেন না। কলকাতায় নেতাদের জানালে তাঁকে বলা হয়, যে কোনও ভাবে সব ওয়ার্ডে জয় চাই। তারপরে কী হয়েছে তা সবাই জানেন। আমি দুর্গাপুরের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী।

তৃণমূলের বক্তব্য, জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগ দেওয়ার পরে ওই দলে গুরুত্ব পান না। এদিকে তৃণমূলে থাকার সময় যে ক্ষমতা ছিল, তা ভেবে ভেবে সম্ভবত মস্তৃস্ক বিকৃতি ঘটে গিয়েছে। বিজেপিতে নিজের নম্বর বাড়ানোর জন্য এসব উল্টো পাল্টা বকছেন।

Leave a Reply