দুর্গাপুর দর্পণ, ২১ মে ২০২৪: শনিবার হুগলির গোঘাটের জনসভায় ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, ইস্কন নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে জোর বিতর্ক চলছে। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারে একটি হোটেলে কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল নামের একটি সংগঠনের সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সাধুদের সঙ্গে নিয়ে দাবি করলেন, মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।
তিনি বলেন, যদি শেখ শাহজাহান সন্ন্যাসী হন, জ্যোতিপ্রিয় মল্লিক সন্ন্যাসী হন, অনুব্রত মণ্ডল সন্ন্যাসী হন, তাহলে তাদের তো সন্ন্যাসী মানবে না হিন্দুরা। কিন্তু আমরা ছোট থেকে দেখে আসছি কাদের আশীর্বাদের ওপর সমাজ টিকে আছে। এখন মুখ্যমন্ত্রী আমাদের ঠিক করে দেবেন, কাদের আমরা সন্ন্যাসী হিসেবে মানব, কাকে প্রণাম করব, কার আশীর্বাদ নেব! রামকৃষ্ণ মিশনকেও অপমান করেছেন। এটা তো চলতে পারে না। মুখ্যমন্ত্রী কেন এই ধরনের মন্তব্য করবেন, তাঁকে দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।