দুর্গাপুর দর্পণ, শান্তিপুর, ২৬ অক্টোবর ২০২৩: বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগে নদিয়ার (Nadia) শান্তিপুর থানা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সকাল ১১টা থেকে ফুলিয়ার কাছে রাজ্য সড়ক অবরোধের ডাক দিয়েছে বিজেপি। মৃতের নাম অধীর সরকার (৬০)। তিনি বিজেপির বুথ সহ সভাপতি ছিলেন।
বুধবার রাতে বড় জিয়াকুরে দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের হয়। সেখানেই ওই বিজেপি নেতার উপর লাঠি-বাঁশ দিয়ে হামলা চালায় কিছু দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
তৃণমূলের দিকে অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এর পিছনে বিজেপির গোষ্ঠীকোন্দল রয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।