দুর্গাপুর: আরজি করের নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে রবিবার দুর্গাপুরে মিছিল বের করল বিজেপি। ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার তরফে এই মিছিল বের হয়। কয়েকশো বিজেপি কর্মী সমর্থক মিছিলে অংশ নেন। নেতৃত্ব দেন বর্ধমান দুর্গাপুর সংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ-সভাপতি মনীষা সিকদার ও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। মনীষা শিকদার বলেন, “মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। যতদিন না বিচার হচ্ছে, ততদিন দফায় দফায় প্রতিবাদ চলবে।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
লক্ষণ ঘোড়ুই বলেন, “আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন করছে বিজেপি। দোষীদের আড়াল করার চেষ্টা করছে তৃণমূল। যতদিন না দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। পুজোর পর বৃহত্তর আকার নেবে এই আন্দোলন।” তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, দোষীদের শাস্তির দাবিতে তাঁরাও আন্দোলন করছেন। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।