দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ জানুয়ারি ২০২৩: আদিবাসীদের মন পেতে লোকসভা নির্বাচনের প্রাক্কালে ধামসা মাদল বিতরণ করে আদিবাসীদের সাথে নৃত্যে মাতলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বুধবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সরপি এলাকায় আদিবাসীদের সঙ্গে জনসংযোগ সারেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি আদিবাসীদের হাতে তিনটি ধামসা মাদল তুলে দেন। সঙ্গে আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যে যোগ দেন।
তিনি বলেন, তাঁদের লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করা। আর প্রধানমন্ত্রীর হাত শক্ত করলেই মিলবে আয়ুষ্মান ভারতের মতো স্বাস্থ্য কার্ড, মিলবে বাড়ি, চাকরিও। তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি কথা দিলে তা পূরণও করে। তিনি বলেন, ক্রিমিনালরা মমতার সরকার পরিচালনা করে। শেখ শাহজাহান সন্দেশখালিতেই লুকিয়ে আছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। বিচার ব্যবস্থাকেও তৃণমূল আক্রমণ করছে বলে কটাক্ষ করেন তিনি।
এ বিষয়ে তৃণমূলের জেলা সহ-সভাপতি উত্তম মুখার্জি বলেন, “মমতা ব্যানার্জির দেখানো পথকেই নকল করছে বিজেপি। মমতা ব্যানার্জি আদিবাসীদের বিপদের সময় থাকেন। আদিবাসীদের তুলে দেন ধামসা মাদল। দেন আদিবাসী ভাতাও। আর বিজেপি লোকসভা নির্বাচন সামনে আসছে দেখে মমতা ব্যানার্জির দেখানো প্রকল্পগুলিকেই নকল করতে শুরু করেছে। কোনও লাভ হবে না। মানুষ তৃণমূলকেই চায়। তা ফের প্রমাণ হয়ে যাবে এবারের লোকসভা নির্বাচনে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।