Durgapur: বিজেপি বিধায়কের অফিসে, বিজেপির পার্টি অফিসে দুষ্কৃতী তান্ডব

দুর্গাপুর দর্পণ, ৬ জুন ২০২৪: বুধবার রাতে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে বিজেপির পার্টি অফিস ও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুইয়ের বিধায়ক অফিসে তান্ডব চালালো দুষ্কৃতীরা। ডিএসপি টাউনশিপের হস্টেল অ্যাভেনিউয়ে রয়েছে বিজেপি বিধায়কের অফিস। দুষ্কৃতীরা তালা ভেঙে অফিসের কম্পিউটার, প্রিন্টার সহ অন্যান্য সামগ্রী নিয়ে পালায়। আলমারি ভেঙে মূল্যবান নথি হাতিয়ে নেয় তারা। এমনই অভিযোগ বিজেপির।
খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বিধায়ক ও বিজেপি কর্মী সমর্থকরা। বিধায়ক বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা একাজ করেছে। অফিসের বাইরে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়েছে। আমাদের ফ্লেক্স ফেলে দেওয়া হয়েছে নর্দমায়। সন্ত্রাস ছড়িয়ে সবাইকে আতঙ্কিত করে রাখছে তৃণমূল। তাই দুষ্কৃতীদের দিয়ে এসব করাচ্ছে। রাজ্যের মন্ত্রী তথা বিধায়ককে বলছি, আগুন নিয়ে খেলবেন না। আজ আমার ঘর পুড়ছে। কাল আপনার পুড়বে। দুষ্কৃতীদের প্রশ্রয় দেবেন না।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
ক্ষুদিরাম মাঠের কাছে বিজেপির দলীয় দফতরের বাইরের দরজা ভাঙার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ বিজেপির। অভিযোগের তির সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। খবর পেয়ে এখানেও আসেন বিজেপি বিধায়ক। ভোট গণনার পরে সেই রাতেই সিপিএমের পোলিং এজেন্ট হওয়ার অপরাধে দুই সিপিএম নেতার পরিবারের উপরে আক্রমণের অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। পরদিন রাতেই বিজেপির বিধায়কের অউিস ও বিজেপির পার্টি অফিসে দুষ্কৃতীদের তান্ডবের ঘটনা ঘটল। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের। তাঁর বক্তব্য, ভোটে হেরে গিয়ে অকারণে তৃণমূলের দিকে আঙুল তুলছে বিজেপি ও সিপিএম। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।