দুর্গাপুর দর্পণ, আসানসোল, ১০ এপ্রিল ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোল লোকসভা কেন্দ্রে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হল বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার নাম। বিজেপি কর্মী সমর্থকেরা এতদিন প্রার্থীর নাম ছাড়াই প্রচার করছিলেন। এদিন নাম ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় সুরেন্দ্র সিং আলুয়ালিয়ার নামে দেওয়াল লিখনের হিড়িক।
বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তাঁর জায়গায় প্রার্থী করা হয় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ প্রবীণ রাজনীতিক সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে কোন কেন্দ্রে প্রার্থী করা হতে পারে তা নিয়ে জল্পনা শুরু হয়। অনেকে ভেবেছিলেন, বিজেপি এবার আর তাঁকে প্রার্থী করবে না। শেষ পর্যন্ত তাঁকে তাঁর জন্মস্থানেই প্রার্থী করল বিজেপি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)