রড, লাঠি, আগ্নেয়াস্ত্র দিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
দুর্গাপুর দর্পণ, লাউদোহা: বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে ব্যাপক মারধরের অভিযোগ। রড, লাঠি, আগ্নেয়াস্ত্র দিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গৌরবাজার গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকায় ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন পঞ্চায়েত সদস্যার স্বামী। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
জানা গিয়েছে, মঙ্গলবার গ্রামের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা এবং দুঃস্থদের ত্রিপল বিলির কর্মসূচী নেয় বিজেপি। অভিযোগ, আচমকা বাইকে চেপে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী এই কর্মসূচী বানচাল করার জন্য তান্ডব শুরু করে দেয়। স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যা জিতা লাহার স্বামী বিকাশ লাহাকে ঘিরে ধরে রড, লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়। বিকাশের চোখেও আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বুধবার সকালে তাঁকে পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শ্রীকৃষ্ণপুর এলাকায়। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। অভিযোগ, এর আগেও কয়েকবার বিকাশ ও তাঁর স্ত্রীকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিয়েছিল শাসক দলের লোকজন। লোকসভা নির্বাচনের আগে আরও চাপ বাড়ানো হয়। কিন্তু তাঁরা বিজেপি ছাড়তে রাজি হননি। সেই পুরোনো রাগ থেকেই এদিন তাঁদের উপরে আক্রমণ হয় বলে অভিযোগ বিকাশের।
লাউদোহা থানায় বিজেপির পঞ্চায়েত সদস্যা জিতা লাহা লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে পাল্টা সন্ত্রাসের অভিযোগ তুলেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। দলের জেলা সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির অস্তিত্ব এখন সংকটে। তাই তিলকে তাল করছে। তৃণমূলের কেউ এসবে যুক্ত নয়। তৃণমূলের এক কর্মী জখম হয়েছেন বলে জানিয়েছেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।