দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ জুলাই ২০২৪: হকার উচ্ছেদের প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিতে বুধবার আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) কার্য্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। মিছিল করে বিজেপি কর্মীরা সেখানে আসেন। সঙ্গে ছিল উচ্ছেদ হওয়া হকারদের একাংশ। পুলিশ বাধা দিলে হুলস্থুল বেধে যায়। দুর্গাপুরে এডিডিএ হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, দলের নেতা অভিজিৎ দত্ত, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ হয়।
বিজেপি এদিন সঙ্গে করে ৫টি ছাগল নিয়ে এসেছিল। দলের নেতাদের দাবি, পুরসভার ৫ প্রশাসকের বিরুদ্ধে এটা তাদের প্রতীকি প্রতিবাদ। পুরসভা ঠিকমতো কাজ করে না বলে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসকমণ্ডলীর সদস্যদের অপদার্থ বলেছেন। তারা মনে করে, প্রশাসকমণ্ডলীর চেয়ারে ৫টি ছাগলের জায়গা পাওয়া উচিত। তৃণমূল তীব্র নিন্দা করেছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
এদিন বিক্ষোভস্থলে পাতা ছিল সরকারি বিশ্ববাংলা লোগো যুক্ত ত্রিপল। পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেযারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিপর্যয় মোকাবিলা দফতর বিধায়কদের ত্রিপল দিয়ে থাকে দুঃস্থদের বিলি করার জন্য। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক তা দুঃস্থদের না দিয়ে নিজেদের কর্মসূচীতে ব্যবহার করছেন।” যদিও লক্ষ্মণ ঘড়ুই বলেন, “বহু হকার আমাদের সভায় এসেছিলেন। বৃষ্টির জন্য তাঁরা ত্রিপল নিয়ে এসেছিলেন। তৃণমূল সব কিছুতেই রাজনীতি খোঁজে। কিছু বলার নেই ওদের।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।