দুর্গাপুর, ২২ এপ্রিল ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে সোমবার রাতে বিজেপি কর্মীদের মারধর, বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কর্মসূচি রয়েছে মঙ্গলবার সকালে। তার আগেই বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। খবর পেয়ে দ্রুত সেখানে যান বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই এবং তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষ। তাঁদের সামনেই দুই দলের কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। উত্তেজনা ছড়ায় আশিস মার্কেটে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় দুর্গাপুর থানার পুলিশ।
বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, মঙ্গলবার সকালে ওই এলাকায় প্রার্থী দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণ এবং চায়ে পে চর্চা কর্মসূচি রয়েছে। তার আগে দলীয় পতাকা বাধার কাজ করছিলেন কর্মীরা। তখন তৃণমূলর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়। কয়েকজন কর্মীর জামা ছিঁড়ে দেওয়া হয়। মহিলা কর্মীদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশ এলেও কোনও ব্যবস্থা নেয়নি বলে তাঁদের অভিযোগ।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
লক্ষ্মণ ঘোড়ুই তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষকে গ্রেফতার করার দাবি জানান। তা না হলে পথ অবরোধ, দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করার হুমকি দেন। যদিও অভিযোগ অস্বীকার করে রাজীব ঘোষের পাল্টা দাবি, সন্ধ্যা থেকে বিজেপির কর্মী সমর্থকরা এলাকার দোকানদারদের অনুমতি ছাড়াই পোস্টার এবং দলীয় পতাকা বাঁধছিল। দোকানদাররা সেই বিষয়টি তাঁকে জানান। তিনি পৌঁছে দেখেন, বিজেপির মহিলা কর্মীরা এলাকায় ঝামেলা তৈরি করার চেষ্টা করছিল। তৃণমূলের একজন কর্মী প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। বিজেপি কর্মীদের সংযত থাকার বার্তা দিয়ে তাঁরা থানায় যান। কিছুক্ষণ পরেই বিজেপি বিধায়ক বহিরাগতদের নিয়ে এলাকায় উত্তেজনা ছড়াতে শুরু করে দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।